মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২৭
২৬. তৃতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৭্। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর হিজরতের পূর্বে যখন প্রথম মুহাজির দল মদীনা পৌঁছিলেন, তখন আবু হুযায়ফার গোলাম সালেম (রাঃ) তাঁহাদের ইমামত করিতেন, অথচ তাঁহাদের মধ্যে তখন হযরত ওমর ও আবু সালামা ইবনে আব্দুল আসাদ-এর ন্যায় লোকও বিদ্যমান ছিলেন। – বোখারী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْأَوَّلُونَ الْمَدِينَةَ كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَفِيهِمْ عُمَرُ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الْأسد. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত সালেম একদিকে যেমন কোরআন অবগত ছিলেন, অপরদিকে তেমনি বড় কারীও ছিলেন। হুযূর (ﷺ) যে চারি ব্যক্তির নিকট হইতে লোকদিগকে কোরআন শিক্ষা করিতে বলিয়াছিলেন, তিনি তাঁহাদের অন্যতম। হযরত ওমর (রাঃ) মৃত্যুকালে বলিয়াছিলেন, যদি সালেম বাঁচিয়া থাকিত, খলীফা করার জন্য আমি তাঁহার নামই প্রস্তাব করিতাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান