মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৮
২৬. তৃতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তি—তাহাদের নামায তাহাদের মাথার উপর এক বিঘত্ত উঠান হয়। না। (১) যে ব্যক্তি লোকের ইমামত করে, অথচ তাহারা তাহার উপর নারায, (২) সেই স্ত্রীলোক —যে রাত্রি যাপন করে অথচ তাহার স্বামী তাহার উপর (সংগত কারণে) নাখোশ এবং (৩) সেই দুই ভাই—যাহারা পরস্পরে বিচ্ছিন্ন। – ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا تُرْفَعُ لَهُم صلَاتهم فَوق رؤوسهم شِبْرًا: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
সালাম-কালাম না করিয়া দুই মুসলমানের তিন দিনের অধিক বিচ্ছিন্ন থাকা হারাম। সালাম করিলে সেই অপরাধ আর থাকে না ।
