মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২৫
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জেহাদ তোমাদের উপর ফরয প্রত্যেক ইমাম বা নেতার সহযোগে, চাই সে ভাল লোক হউক বা খারাপ – যদিও সে কবীরা গোনাহ্ করে। এইরূপে নামায তোমাদের উপর ফরয প্রত্যেক মুসলমানের পিছনে, চাই সে ভাল হউক কি মন্দ – যদিও সে কবীরা গোনাহ্ করে এবং প্রত্যেক মুসলমান মৃতের জানাযার নামায পড়া (তোমাদের উপর) ফরয চাই সে ভাল হউক কি মন্দ, যদিও সে কবীরা গোনাহ্ করিয়া থাকে। – আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «الْجِهَادُ وَاجِبٌ عَلَيْكُمْ مَعَ كُلِّ أَمِيرٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ. وَالصَّلَاةٌ وَاجِبَةٌ عَلَيْكُمْ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ. وَالصَّلَاةٌ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ভাল লোক না পাওয়া গেলে বা তাঁহাকে ইমাম করা সম্ভবপর না হইলে ফাসেক লোকের পিছনে হইলেও জামাআতের সহিত নামায পড়িবে, জামাআত তরক করিবে না – যদি তাহার ফেসক বা গোনাহ্ কুফরীর সীমায় না পৌঁছে। ফাসেকের জানাযার নামায সম্মানী ব্যক্তি না পড়াইয়া অন্যের দ্বারা পড়াইয়া নিবে। ইহাই কোন কোন ইমামের মত, তবে নিশ্চয় তাহার নামায পড়িবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান