মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৪
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২৪। হযরত সালামা বিনতে হুর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কেয়ামতের আলামতসমূহের মধ্যে ইহাও একটি—মসজিদে সমবেত নামাযীগণ একে অন্যকে ঠেলিবে; কিন্তু তাহাদের নামায পড়াইয়া দিতে পারে এমন কোন উপযুক্ত ইমাম পাইবে না। – আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن سَلامَة بنت الْحر قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
শরীআতের এলম হইতে অজ্ঞতার কারণেই এরূপ হইবে। যেমন আজকাল হইতেছে।
