মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২১
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইবনে উম্মে মাকতুমকে নামাযে লোকের ইমামতি করার জন্য আপন প্রতিনিধি নিযুক্ত করিয়াছিলেন, অথচ তিনি ছিলেন অন্ধ। –আবু দাউদ
وَعَنْ أَنَسٍ قَالَ: اسْتَخْلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاس وَهُوَ أعمى. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যুদ্ধের উদ্দেশ্যে মদীনা হইতে গমনকালে হুযূর (ﷺ) তাঁহাকে মদীনায় প্রতিনিধি করিয়া গিয়াছিলেন। ইহাতে বুঝা গেল, অন্ধ যদি উপযুক্ত আলেম হন তাহা হইলে তাঁহার ইমামত করা জায়েয। মাকরূহ নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান