মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২১
- নামাযের অধ্যায়
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইবনে উম্মে মাকতুমকে নামাযে লোকের ইমামতি করার জন্য আপন প্রতিনিধি নিযুক্ত করিয়াছিলেন, অথচ তিনি ছিলেন অন্ধ। –আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: اسْتَخْلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاس وَهُوَ أعمى. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যুদ্ধের উদ্দেশ্যে মদীনা হইতে গমনকালে হুযূর (ﷺ) তাঁহাকে মদীনায় প্রতিনিধি করিয়া গিয়াছিলেন। ইহাতে বুঝা গেল, অন্ধ যদি উপযুক্ত আলেম হন তাহা হইলে তাঁহার ইমামত করা জায়েয। মাকরূহ নহে।