মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২২
- নামাযের অধ্যায়
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২২। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তির নামায তাহাদের কানের সীমা অতিক্রম করে না (অর্থাৎ, কবুল হয় না)। (ক) পলাতক দাস, যাবৎ না সে ফিরিয়া আসে; (খ) যে নারী রাত্রি যাপন করিয়াছে অথচ তাহার স্বামী তাহার উপর অসন্তুষ্ট এবং (গ) মানুষের ইমাম, যাহাকে তাহারা (সঙ্গত কারণে) নাপছন্দ করে। —তিরমিজি
كتاب الصلاة
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান