মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২০
২৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমামতির বর্ণনা
১১২০। তাবেয়ী হযরত আবু আতিয়্যা উকায়লী (রঃ) বলেন, সাহাবী হযরত মালেক ইবনে হুয়াইরেস (রাঃ) হাদীস প্রভৃতি আলোচনার জন্য আমাদের মসজিদে আসিতেন। এমতাবস্থায় একদিন নামাযের সময় হইয়া গেল, আবু আতিয়্যা বলেন, তখন আমরা তাহাকে বলিলাম, হুযুর! আগে যান এবং নামায পড়াইয়া দিন। ইহা শুনিয়া তিনি বলিলেন, তোমাদের মধ্য হইতে কাহাকেও আগে বাড়াইয়া দাও, সে যেন তোমাদের নামায পড়ায়। তবে আমি বলিতেছি, আমি কেন তোমাদের নামায পড়াইব না—আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোন লোকসমাজে যাইবে, সে যেন তাহাদের ইমামত না করে; বরং তাহাদের মধ্য হইতেই কেহ যেন তাহাদের ইমামত করে। — আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী; কিন্তু নাসায়ী আপন বর্ণনা নবী করীম (ﷺ)-এর বাণীতেই সীমাবদ্ধ রাখিয়াছেন।
وَعَنْ أَبِي عَطِيَّةَ الْعُقَيْلِيِّ قَالَ: كَانَ مَالِكُ بن الْحُوَيْرِث يَأْتِينَا إِلَى مُصَلَّانَا يَتَحَدَّثُ فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا قَالَ أَبُو عَطِيَّةَ: فَقُلْنَا لَهُ: تَقَدَّمَ فَصْلُهُ. قَالَ لَنَا قَدِّمُوا رَجُلًا مِنْكُمْ يُصَلِّي بِكُمْ وَسَأُحَدِّثُكُمْ لِمَ لَا أُصَلِّي بِكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ زار قوما فَلَا يؤمهم وليؤمهم رجل مِنْهُم» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ إِلَّا أَنَّهُ اقْتَصَرَ عَلَى لَفْظِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم
