মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৫
২৫. তৃতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৫। হযরত আবু মালেক আশআরী (রাঃ) একদা লোকদিগকে বলিলেন, আমি কি আপনাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায কেমন ছিল তাহা বাতলাইব না? পরবর্তী রাবী বলেন, অতঃপর তিনি নামায কায়েম করিলেন। প্রথমে পুরুষের সারি দাঁড় করাইলেন এবং তাহার পিছনে ছেলেদের সারি। অতঃপর তিনি তাহাদের নামায পড়াইলেন এবং তৎপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-র নামাযের বর্ণনা দিলেন এবং বলিলেন, হুযূর বলিয়াছেন, এইরূপই আমার উম্মতের নামায। — আবু দাউদ
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: أَلَا أُحَدِّثُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَقَامَ الصَّلَاةَ وَصَفَّ الرِّجَالَ وَصَفَّ خَلْفَهُمُ الْغِلْمَانَ ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ صَلَاتَهُ ثُمَّ قَالَ: «هَكَذَا صَلَاة» قَالَ عبد العلى: لَا أَحْسَبُهُ إِلَّا قَالَ: أُمَّتِي . رَوَاهُ أَبُو دَاوُد
