মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৬
২৫. তৃতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৬। হযরত কায়স ইবনে ওবাদ তাবেয়ী বলেন, একদিন আমি মসজিদে প্রথম ছফে নামায পড়িতেছিলাম। হঠাৎ আমার পিছন হইতে এক ব্যক্তি আমাকে সজোরে টানিল এবং আমার স্থান হইতে সরাইয়া দিল, অতঃপর সে নিজে আমার স্থানে দাঁড়াইল। খোদার কসম, রাগে আমি আমার নামায পর্যন্ত হৃদয়ঙ্গম করিতে পারিলাম না। কিন্তু যখন সে (আমাদের সহিত ) নামায শেষ করিল, দেখি, তিনি যে হযরত উবাই ইবনে কা'ব সাহাবী! তখন তিনি আমায় বলিলেন, হে যুবক, আল্লাহ্ তোমায় দুঃখিত না করুন! ইহা আমাদের প্রতি নবী করীম (ﷺ)-এর উপদেশ, আমরা যেন তাঁহার (অর্থাৎ ইমামের) নিকট যাইয়া দাঁড়াই। অতঃপর তিনি কেবলামুখী হইয়া দাঁড়াইলেন এবং তিনবার করিয়া বলিলেন, খানায়ে কা'বার রবের কসম, 'আহলে আকদ' ধ্বংস হইয়াছে। তৎপর বলিলেন, আমি তাহাদের উপর (অর্থাৎ, জনসাধারণের উপর) দুঃখিত নই, দুঃখ তাহাদের উপর যাহারা তাহাদিগকে গোমরাহ্ করে। কায়স বলেন, আমি জিজ্ঞাসা করিলাম হে আবু ইয়াকুব ! আপনি 'আহলে আকদ' বলিতে কাহাদিগকে বুঝাইয়াছেন? তিনি বলিলেন, আমীর অর্থাৎ, শাসকমণ্ডলীকে। — নাসায়ী
وَعَنْ قَيْسِ بْنِ عُبَادٍ قَالَ: بَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ فَجَبَذَنِي رَجُلٌ مِنْ خَلْفِي جَبْذَةً فَنَحَّانِي وَقَامَ مَقَامِي فَوَاللَّهِ مَا عَقَلْتُ صَلَاتِي. فَلَمَّا انْصَرَفَ إِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ فَقَالَ: يَا فَتَى لَا يَسُوءُكَ اللَّهُ إِنَّ هَذَا عُهِدَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا أَنْ نَلِيَهُ ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَقَالَ: هَلَكَ أَهْلُ الْعُقَدِ وَرَبِّ الْكَعْبَةِ ثَلَاثًا ثُمَّ قَالَ: وَاللَّهِ مَا عَلَيْهِمْ آسَى وَلَكِنْ آسَى عَلَى مَنْ أَضَلُّوا. قُلْتُ يَا أَبَا يَعْقُوبَ مَا تَعْنِي بِأَهْلِ العقد؟ قَالَ: الْأُمَرَاء. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

সে সময়কার কোন কোন শাসক বা অফিসার নামাযের সঠিক এন্তেজামের ব্যাপারেও অমনোযোগী ছিলেন বিধায় হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) এইরূপ মন্তব্য করিয়াছেন। অথবা পরবর্তী যুগে এইরূপ হইবে বলিয়া দুঃখ প্রকাশ করিয়াছেন। তিনি হযরত ওসমানের খেলাফতকালে এন্তেকাল করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান