মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৪
২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ্ (ﷺ) আপন হুজরায় নামায পড়িলেন এবং লোকগণ হুজরার বাহির হইতে তাহার একতেদা করিলেন। —আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ رِضَى اللَّهُ عَنْهَا قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُجْرَتِهِ وَالنَّاسُ يَأْتَمُّونَ بِهِ مِنْ وَرَاءِ الْحُجْرَةِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এই হুজরাটি তিনি এ'তেকাফ করার জন্য মাদুর দ্বারা মসজিদেই নির্মাণ করিয়াছিলেন। কাহারও মতে ইহা নফল নামায ছিল। বিনা আয়োজনে কখনও নফল নামাযেও এইরূপ জামাআত হইয়া যাইত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান