মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৩
২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৩। হযরত সাহল ইবনে সা'দ সায়েদী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল যে, (হুযুরের) মিম্বর কিসের তৈয়ারী ছিল? তিনি বলিলেন, উহা জঙ্গলের ঝাউ গাছের ছিল। অমুক স্ত্রীলোকের গোলাম রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য উহা তৈয়ার করিয়াছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) উহার উপর দাঁড়াইয়া ছিলেন, যখন উহা তৈয়ার করা হইয়াছিল এবং মসজিদে রাখা হইয়াছিল। তিনি উহার উপর উঠিয়া কেবলার দিকে ফিরিলেন এবং তকবীরে তাহরীমা বলিলেন; আর লোকসকল তাঁহার পিছনে দাড়াইল। তিনি কেরাআত পড়িলেন এবং রুকূ করিলেন, লোকও তাঁহার পিছনে রুকূ করিলেন, অতঃপর তিনি মাথা উঠাইলেন, তৎপর পিছনে সরিয়া আসিলেন এবং যমীনের উপর সজদা দিলেন। পুনরায় তিনি মিম্বরে উঠিলেন, অতঃপর কেরাআত পড়িলেন, রুকূ করিলেন, রুকু হইতে মাথা উঠাইলেন, তৎপর পিছে সরিলেন এবং যমীনের উপর সজদা দিলেন। – বোখারী
মোত্তাফাক আলাইহি বর্ণনায়ও প্রায় এইরূপ রহিয়াছে, তবে উহার শেষের দিকে রহিয়াছে, যখন তিনি নামায সমাপ্ত করিলেন, লোকের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, লোকসকল! আমি ইহা এ জন্য করিলাম যাহাতে তোমরা সঠিকভাবে আমার নামায অবগত হইতে পার এবং আমার অনুসরণ করিতে পার ।
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّهُ سُئِلَ: مِنْ أَيِّ شَيْءٍ الْمِنْبَرُ؟ فَقَالَ: هُوَ مِنْ أَثْلِ الْغَابَةِ عَمِلَهُ فُلَانٌ مَوْلَى فُلَانَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُمِلَ وَوُضِعَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَكَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ خَلْفَهُ ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى فَسَجَدَ عَلَى الْأَرْضِ ثُمَّ عَادَ إِلَى الْمِنْبَرِ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ رَجَعَ الْقَهْقَرِي حَتَّى سجد بِالْأَرْضِ. هَذَا لفظ البُخَارِيّ وَفِي الْمُتَّفَقِ عَلَيْهِ نَحْوُهُ وَقَالَ فِي آخِرِهِ: فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعْلَمُوا صَلَاتي»

হাদীসের ব্যাখ্যা:

বোখারী, মুসলিমের বর্ণনা বিধায় হাদীসটি প্রথম পরিচ্ছেদে আসার কথা ছিল। ভুলক্রমে দ্বিতীয় পরিচ্ছেদে আসিয়াছে। গোলামটির নাম বাকুম। স্ত্রীলোকটির নাম কেহ বলেন আদাসাহ্ আর কেহ বলেন, আয়েশা আনসারিয়া।
tahqiqতাহকীক:তাহকীক চলমান