মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১২
২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১২। হযরত আম্মার ইবনে ইয়াসের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি একদিন মাদায়েনে লোকের ইমামত করিতেছিলেন এবং নিজে উঁচু জায়গায় দাঁড়াইয়া নামায পড়িতেছিলেন, আর লোকসকল তাহা অপেক্ষা নীচে দাঁড়াইয়াছিল। ইহা দেখিয়া হযরত হুযায়ফা (রাঃ) আগে বাড়িলেন এবং তাঁহার হাত ধরিলেন। আম্মার তাঁহার অনুসরণ করিলেন এবং হুযায়ফা তাঁহাকে নীচে নামাইয়া দিলেন। অতঃপর হযরত আম্মার নামায হইতে অবসর গ্রহণ করিলে হযরত হুযায়ফা তাঁহাকে বলিলেন, আপনি শুনেন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কেহ লোকের ইমামত করে, তখন সে যেন তাহাদের অপেক্ষা উঁচু জায়গায় না দাঁড়ায়— হুযূর ইহা অথবা ইহার অনুরূপ বলিয়াছেন। তখন হযরত আম্মার বলিলেন, একারণেই তো আমি আপনার অনুসরণ করিলাম, যখন আপনি আমার হাত ধরিলেন। —আবু দাউদ
وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ: أَنَّهُ أَمَّ النَّاسَ بِالْمَدَائِنِ وَقَامَ عَلَى دُكَّانٍ يُصَلِّي وَالنَّاسُ أَسْفَلَ مِنْهُ فَتَقَدَّمَ حُذَيْفَةُ فَأَخَذَ عَلَى يَدَيْهِ فَاتَّبَعَهُ عَمَّارٌ حَتَّى أَنْزَلَهُ حُذَيْفَةُ فَلَمَّا فَرَغَ عَمَّارٌ مِنْ صَلَاتِهِ قَالَ لَهُ حُذَيْفَةُ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ فَلَا يَقُمْ فِي مَقَامٍ أَرْفَعَ مِنْ مَقَامِهِمْ أَوْ نَحْوَ ذَلِكَ؟» فَقَالَ عَمَّارٌ: لِذَلِكَ اتَّبَعْتُكَ حِينَ أَخَذْتَ عَلَى يَدي. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হুযুরের নির্দেশ হযরত আম্মার প্রথমে ভুলিয়া গিয়াছিলেন। এক হাতের কম উঁচু হইলে তাহাতে নামায মাকরূহ হইবে না।
