মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮০
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৮০। হযরত আবু বকর ইবনে সুলায়মান ইবনে আবু হাসমাহ্ (রঃ) বলেন, একদা হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) আমার বাবা সুলায়মান ইবনে আবু হাসমাহ্কে ফজরের নামাযে পাইলেন না। অতঃপর হযরত ওমর বাজারের দিকে চলিলেন। সুলায়মানের ঘর তখন মসজিদে নববী ও বাজারের মধ্যবর্তী জায়গায় ছিল। হযরত ওমর পথ চলিতে সুলায়মানের মা বিবি শাফার সাক্ষাৎ পাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, ফজরের নামাযে সুলায়মানকে যে দেখিলাম না। তিনি উত্তর করিলেন, সে সারারাত্রি (নফল) নামায পড়িয়াছে। অতঃপর তাহার চক্ষুদ্বয় ঘুমে অভিভূত হইয়া গিয়াছে। ইহা শুনিয়া হযরত ওমর বলিলেন, আমি ফজরের নামাযের জামাআতে উপস্থিত হই—ইহা আমার নিকট সারারাত্রি নফল পড়া অপেক্ষা পছন্দনীয়। — মালেক
وَعَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ وَإِنَّ عُمَرَ غَدَا إِلَى السُّوقِ وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ الْمَسْجِدِ وَالسُّوقِ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ فَقَالَ لَهَا لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ فَقَالَتْ إِنَّهُ بَاتَ يُصَلِّي فَغَلَبَتْهُ عَيْنَاهُ فَقَالَ عُمَرُ لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَة أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً. رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, কোন সময় বা কাহারও পক্ষে তাহাজ্জুদ পড়া ফজরের জামাআত তরকের কারণ হইলে তাহাজ্জুদ তরক করাই শ্রেয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান