মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭৯
- নামাযের অধ্যায়
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৭৯। হযরত উম্মুদ্দারদা (রাঃ) বলেন, একদা (আমার স্বামী) আবুদ্দারদা অত্যন্ত রাগান্বিত অবস্থায় আমার নিকট উপস্থিত হইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার এই রাগ করার কারণ কি? তিনি বলিলেন, খোদার কসম, আমি উম্মতে মুহাম্মাদীর পরিচয় এছাড়া আর কিছুই জানি না যে, তাহারা সকলে মিলিয়া একত্রে নামায পড়ে (অথচ আজ দেখিতেছি কেহ কেহ জামাআত তরক করিয়া চলিয়াছে)। — বোখারী
كتاب الصلاة
وَعَن أم الدَّرْدَاء قَالَتْ: دَخَلَ عَلَيَّ أَبُو الدَّرْدَاءِ وَهُوَ مُغْضَبٌ فَقُلْتُ: مَا أَغْضَبَكَ؟ قَالَ: وَاللَّهِ مَا أَعْرِفُ مِنْ أَمْرِ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا إِلَّا أَنَّهُمْ يُصَلُّونَ جَمِيعًا. رَوَاهُ البُخَارِيّ