মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮১
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৮১। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুই ব্যক্তি বা তদপেক্ষা অধিক সংখ্যক হইলেই জামাআত হয়। —ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْنَانِ فَمَا فَوْقهمَا جمَاعَة» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইমামের সহিত কমপক্ষে একজন মোক্তাদী হইলেও জামাআত হইয়া যায়।
