মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭১
২৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৭১। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নামায পিছাইবে না খাওয়ার জন্য হউক অথবা অপর কোন (মানাবীয়) আবশ্যকে। —শরহে সুন্নাহ্
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُؤَخِّرُوا الصَّلَاةَ لِطَعَامٍ وَلَا لغيره» . رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, যদি খাওয়ার বা পায়খানা-প্রস্রাবের আবশ্যকতা তত বেশী না হয় অথবা নামাযের সময় চলিয়া যাওয়ার আশংকা থাকে তখন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৭১ | মুসলিম বাংলা