মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭০
২৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৭০। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন কাজ কাহারও জন্য জায়েয নহে। (ক) কোন ব্যক্তি মানুষের ইমামতি করিবে অথচ তাহাদের বাদ দিয়া সে শুধু নিজের জন্য দো'আ করিবে। যদি সে ইহা করে তাহা হইলে সে তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিল। (খ) কেহ কাহারও ভিতর-ঘরের প্রতি দৃষ্টি করিবে তাহাদের নিকট হইতে অনুমতি গ্রহণের (বা তাহাদের খবরদান করার) পূর্বে। যদি সে ইহা করে তাহা হইলে সে তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিল এবং (গ) কোন ব্যক্তি নামায পড়িবে অথচ সে প্রস্রাব-পায়খানার বেগ ধারণ করিতেছে যাবৎ না সে উহা হইতে হাল্কা হইয়া লয়। –আবু দাউদ। তিরমিযীও ইহার অনুরূপ।
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمَّنَّ رَجُلٌ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ فَإِنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ خَانَهُمْ. وَلَا يَنْظُرْ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ فَإِنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ خَانَهُمْ وَلَا يُصَلِّ وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ . رَوَاهُ أَبُو دَاوُدَ وللترمذي نَحوه
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, পেশাব-পায়খানার প্রয়োজন না মিটিয়ে বেগরুদ্ধ অবস্থায় কেউ নামাযে দাঁড়াবে না। পেশাব পায়খার চাপ মুসল্লির একাগ্রতা নষ্ট করে দিলে নামায মাকরূহ হবে। (আল-বাহরম্নর রায়েক: ২/৩৫)
