মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫০
২২. তৃতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৫০। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা এমন দুই রাকাত নামায পড়ে থাক। আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্য লাভ করেছি। অথচ আমরা তাঁকে এই দুই রাকাত নামায পড়তে দেখি নি; বরং তিনি এটা হতে নিষেধই করেছেন। অর্থাৎ আছরের পর দুই রাকাত। -বুখারী
وَعَن مُعَاوِيَة قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهِمَا وَلَقَدْ نَهَى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْر. رَوَاهُ البُخَارِيّ
