মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫১
২২. তৃতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৫১। হযরত আবু যর গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তখন তিনি আল্লাহর ঘরের সিঁড়িতে উঠে দাঁড়ানো ছিলেন। “তোমাদের মধ্যে যে আমাকে চিনে, সে তো চিনে। আর যে চেনে না সে যেন জেনে রাখে আমি জুনদুব (যে কখনও মিথ্যা কথা বলে না)। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ফজরের নামাযের পর কোন নামায নেই যে পর্যন্ত না সূর্য উদিত হয়। এভাবে আছরের নামাযের পরেও কোন নামায নেই—যে পর্যন্ত না সূর্য ডুবে যায়। অবশ্য মক্কা ছাড়া, মক্কা ছাড়া, মক্কা ছাড়া। —আহমদ, রাযীন
وَعَن أبي ذَر قَالَ وَقَدْ صَعِدَ عَلَى دَرَجَةِ الْكَعْبَةِ: مَنْ عَرَفَنِي فَقَدْ عَرَفَنِي وَمَنْ لَمْ يَعْرِفْنِي فَأَنَا جُنْدُبٌ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ إِلَّا بِمَكَّةَ إِلَّا بِمَكَّةَ إِلَّا بِمَكَّةَ» . رَوَاهُ أَحْمد ورزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৫১ | মুসলিম বাংলা