মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৯
২২. তৃতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৪৯। হযরত আবু বাছরাহ গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, মুখামমাস নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আছরের নামায পড়ালেন। তারপর বললেন, এই আছরের নামায এমন একটি নামায যা তোমাদের পূর্ববর্তীদের নিকটও পেশ করা হয়েছিল; কিন্তু তারা তা নষ্ট করে দিয়েছে; সুতরাং যে তাকে যথাযথভাবে রক্ষা করবে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে; কিন্তু তার পর কোন নামায নেই-যে পর্যন্ত না শাহেদ উদিত হয়। আর শাহেদ হল তারকা (অর্থাৎ যে পর্যন্ত না রাত্রি আসে)-মুসলিম
وَعَن أبي بصرة الْغِفَارِيّ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُخَمَّصِ صَلَاةَ الْعَصْرِ فَقَالَ: «إِنَّ هَذِهِ صَلَاةٌ عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا فَمَنْ حَافَظَ عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ وَلَا صَلَاةَ بَعْدَهَا حَتَّى يَطْلُعَ الشَّاهِدُ» . وَالشَّاهِد النَّجْم. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৪৯ | মুসলিম বাংলা