মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৮
২১. তৃতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৮। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ছোয়াদ সূরায় সিজদাহ করলেন এবং বললেন, হযরত দাউদ (আঃ) এই সিজদাহ করেছিলেন তাওবাহম্বরূপ আর আমরা এটা করছি তাওবাহ কবুলের কৃতজ্ঞতা স্বরূপ। -নাসায়ী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي (ص)

وَقَالَ: سَجَدَهَا دَاوُدُ تَوْبَةً وَنَسْجُدُهَا شُكْرًا. رَوَاهُ النَّسَائِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৩৮ | মুসলিম বাংলা