মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৯
২২. প্রথম অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৩৯। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যেন সূর্যোদয়ের সময় নামায পড়ার চেষ্টা না করে এবং সূর্যাস্তের সময়ও নয়।
বর্ণনান্তরে রয়েছে সূর্যের কিরণ দেখা দিলে নামায বন্ধ করবে-যখন পর্যন্ত না তা পরিষ্কারভাবে বের হয়ে যায়। এভাবে সূর্যের কিরণ অস্ত যেতে শুরু করলে তখনও নামায বন্ধ রাখবে যে পর্যন্ত না তা পূর্ণরূপে বিলীন হয়ে যায় এবং তোমরা তোমাদের নামাযের জন্যে সময় নির্ধারণ করো না সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কে। কেননা সূর্য শয়তানের শিং দু'টোর মাঝে উদয় হয় এবং একইভাবে অস্তও যায়। —বুখারী, মুসলিম
بَابُ أَوْقَاتِ النَّهْيِ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَحَرَّى أَحَدُكُمْ فَيُصَلِّيَ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلَا عِنْدَ غُرُوبِهَا»

وَفِي رِوَايَةٍ قَالَ: «إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فدعوا الصَّلَاة حَتَّى تبرز. فَإِذا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ وَلَا تَحَيَّنُوا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَإِنَّهَا تطلع بَين قَرْني الشَّيْطَان»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৩৯ | মুসলিম বাংলা