মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৭
- নামাযের অধ্যায়
২১. তৃতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৭। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা নবী পাক (ﷺ) মক্কায় সূরা নাজম তিলাওয়াত করলেন এবং তাতে সিজদাহ করলেন। তখন তাঁর নিকট মুসলমান ও কাফির যারা ছিল তারা সকলেই সিজদাহ করল; কিন্তু কুরাইশদের এক বৃদ্ধ ব্যক্তি একমুষ্টি কংকর অথবা মাটি উঠিয়ে কপাল পর্যন্ত নিয়ে বলল, আমার জন্য এটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ বলেন, পরে আমি এই বৃদ্ধকে যুদ্ধে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। -বুখারী, মুসলিম
বুখারীর আর এক বর্ণনায় আছে, সে বৃদ্ধ লোকটি হলো উমাইয়া ইবনে খালফ ।
كتاب الصلاة
عَنِ ابْنِ مَسْعُودٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ (وَالنَّجْمِ)

فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ كَانَ مَعَهُ غَيْرَ أَنَّ شَيْخًا مِنْ قُرَيْشٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ: يَكْفِينِي هَذَا. قَالَ عَبْدُ اللَّهِ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا. وَزَادَ الْبُخَارِيُّ فِي رِوَايَةٍ: وَهُوَ أُمَيَّةُ بْنُ خلف
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)