মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৬
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৬। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। এই রাত্রে নিদ্রিত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম, যেন আমি একটি বৃক্ষের পেছনে নামায পড়ছি। তখন আমি তিলাওয়াতের সিজদাহ করলাম এবং আমার সাথে ঐ বৃক্ষটিও সিজদাহ করল। তাকে সিজদায় বলতে শুনলাম, হে আল্লাহ্! এই সিজদার বদলে তুমি আমার জন্য তোমার নিকট সওয়াব নির্দিষ্ট করে রাখ। এর বদলে আমার গুনাহের বোঝা নামিয়ে দাও। এটিকে আমার জন্য তোমার নিকট পুণ্যের সঞ্চয় রূপে জমা রাখ এবং এটা আমার তরফ হতে কবুল কর যেভাবে এটা তুমি তোমার বান্দা দাউদ (আ)-এর তরফ হতে কবুল করেছ।”
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, অতঃপর একদা নবী পাক (ﷺ) একটি সিজদার আয়াত তিলাওয়াত করলেন। তারপর সিজদাহ করলেন। তখন আমি তাঁকে তাই পাঠ করতে শুনলাম যার সংবাদ সেই ব্যক্তি তাঁকে দিয়েছিল । (অর্থাৎ উল্লিখিত বৃক্ষটি যা বলেছিল। -তিরমিযী, ইবনে মাজাহ
কিন্তু ইবনে মাজাহ "হে আল্লাহ! আমার তরফ হতে। কবুল কর যেভাবে তা তোমার বান্দা দাউদের তরফ হতে কবুল করেছ” বাক্যটি বর্ণনা করেন নি। তিরমিযী (রহ) বলেন যে, এই হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُنِي اللَّيْلَةَ وَأَنَا نَائِمٌ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ فَسَجَدْتُ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِي فَسَمِعْتُهَا تَقُولُ: اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجْدَةً ثُمَّ سَجَدَ فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ مِثْلَ مَا أَخْبَرَهُ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান