মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩০
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩০। হযরত ওকবাহ ইবনে আমের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। সূরা হজ্জের মর্যাদা অপেক্ষাকৃত অধিক। কেননা তাতে দু'টো সিজদাহ বিদ্যমান। তিনি বললেন, হ্যাঁ, যে ব্যক্তি সেই দু'টো সিজদাহ না করে সে যেন সেই আয়াত দু'টো তিলাওয়াত না করে। আবু দাউদ, তিরমিযী কিন্তু তিরমিযী বলেছেন, হাদীসটির সনদ মজবুত নয়। মাছাবীহ গ্রন্থে রয়েছে, তবে যেন সে সূরাটি তিলাওয়াত না করে। শরহে সুন্নায়ও এরূপ রয়েছে।
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: نَعَمْ وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ. وَفِي الْمَصَابِيحِ: «فَلَا يَقْرَأها» كَمَا فِي شرح السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান