১০৩১। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার নবী পাক (ﷺ) যোহরের নামাযে রুকূর পূর্বে একটি সিজদাহ করলেন। তারপর দাঁড়ালেন। এরপর নিয়মিত রুকূ করলেন। এতে লোকজন মনে করল যে, তিনি তানযীলুস সিজদাহ পাঠ করেছেন যাতে একটি সিজদার আয়াত রয়েছে। -আবু দাউদ