মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৯
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৯। হযরত আমর ইবনে আছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কুরআনের পনেরটি স্থানে সিজদাহ করিয়েছেন। তার মধ্যে তিনটি মুফাচ্ছাল সূরাসমূহে এবং সূরা হজ্জে দু'টো সিজদাহ । -আবু দাউদ, ইবনে মাজাহ
عَن عَمْرو بن الْعَاصِ قَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
