মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৮
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৮। বর্ণনান্তরে রয়েছে, মুজাহিদ বলেন, আমি আমার উস্তাদ ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, সূরা ছোয়াদ তিলাওয়াত করে আমি সিজদাহ করব? জবাবে তিনি এই আয়াত “তার (ইবরাহীমের) বংশধরদের মধ্যে হলো দাউদ এবং সোলায়মান" পাঠ করতে করতে এই বাক্য পর্যন্ত পৌঁছলেন; সুতরাং তাঁদের আদর্শের অনুসরণ কর। তারপর বললেন, তোমাদের নবী (ﷺ)ও তাঁদেরই একজন, যাঁদের আদর্শের অনুসরণ করতে বলা হয়েছে। (সুতরাং তাঁর অনুসরণে সিজদাহ করা তোমাদের জন্য উত্তম)। -বুখারী
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَفِي رِوَايَةٍ: قَالَ مُجَاهِدٌ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَأَسْجُدُ فِي (ص)
فَقَرَأَ: (وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسليمَان)
حَتَّى أَتَى (فبهداهم اقتده)
فَقَالَ: نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أَمر أَن يَقْتَدِي بهم. رَوَاهُ البُخَارِيّ
فَقَرَأَ: (وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسليمَان)
حَتَّى أَتَى (فبهداهم اقتده)
فَقَالَ: نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أَمر أَن يَقْتَدِي بهم. رَوَاهُ البُخَارِيّ
