মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৭
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৭। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সূরা ছোয়াদ-এর সিজদাহ জরুরী সিজদাহগুলোর মধ্যে শামিল নয়। তবে আমি নবী পাক (ﷺ)-কে তাতেও সিজদাহ করতে দেখেছি।
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَن ابْن عَبَّاس قَالَ: (سَجْدَةُ (ص)

لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يسْجد فِيهَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)