মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৬
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৬। হযরত যায়েদ ইবনে ছাবেত আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সূরা ওয়ান নাজমি তিলাওয়াত করলাম কিন্তু তিনি তাতে সিজদাহ করলেন না। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (والنجم)
فَلم يسْجد فِيهَا
فَلم يسْجد فِيهَا