মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২০
- নামাযের অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০২০। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন ইমাম প্রথম দুই রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায় তা হলে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে স্মরণ হলে যেন আবার বসে পড়ে। আর যদি স্মরণ হওয়ার পূর্বে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তা হলে যেন না বসে দাঁড়িয়ে থাকে। অতঃপর দু'টো সাহো সিজদাহ করে নেয়। -আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الصلاة
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِي قَائِما فليجلس وَإِنِ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْو» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান