মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১৯
- নামাযের অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০১৯। হযরত ইমরান ইবনে হোছাইন (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) লোকদের ইমামতি করলেন এবং ভুল করলেন। তারপর দু'টো সিজদাহ করতঃ আত্তাহিয়্যাতু পড়লেন এবং এরপর সালাম ফেরালেন। -তিরমিযী
তিরমিযী বলেছেন যে, হাদীসটি হাসান কিন্তু গরীব।
كتاب الصلاة
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بهم فَسَهَا فَسجدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান