মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৮
- নামাযের অধ্যায়
২০. প্রথম অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০১৮। হযরত আব্দুল্লাহ ইবনে বুহাইনাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) তাদেরকে যোহরের নামায পড়ালেন; কিন্তু প্রথম দুই রাকাতের পর না বসেই দাঁড়িয়ে গেলেন এবং লোকজনও তাঁর সাথে উঠে দাঁড়াল। যখন তিনি নামায প্রায় পূর্ণ করলেন এবং লোকজন সালাম ফিরাবার অপেক্ষা করতে লাগল। তখন তিনি উপবিষ্ট অবস্থায়ই (সোহ সিজদার) তাকবীর বললেন। তারপর সালাম ফিরানোর পূর্বে দু'টো সিজদাহ করলেন। তারপর সালাম ফেরালেন। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ السَّهْوِ
وَعَن عبد لله بن بُحَيْنَة: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلَاةَ وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ كَبَّرَ وَهُوَ جَالِسٌ فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ