মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২১
- নামাযের অধ্যায়
২০. তৃতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০২১। হযরত ইমরান ইবনে হোছাইন (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আছরের নামায পড়লেন এবং তিন রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। অতঃপর মসজিদ সংলগ্ন নিজ কক্ষে প্রবেশ করলেন। এটা দেখে খেরবাক নামক এক ব্যক্তি যার হস্তদ্বয় কিছুটা দীর্ঘ ছিল- সে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এইরূপ সম্বোধন করতঃ সে রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর নামাযের ব্যাপারটি স্মরণ করিয়ে দিল। রাসূলুল্লাহ (ﷺ) কিছুটা রাগান্বিতভাবে চাদর টানতে টানতে বের হয়ে এলেন এবং লোকদের নিকট এসে জিজ্ঞেস করলেন, এই লোকটি যা বলছে তা কি সত্য? তারা বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) এ রাকাত পড়ে নিয়ে সালাম ফেরালেন। তারপর ভুলের জন্য দু'টো সিজদাহ করলেন এবং পুনরায় সালাম ফেরালেন। -মুসলিম
كتاب الصلاة
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعَصْرَ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ فَذَكَرَ لَهُ صَنِيعه فَخرج غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ هَذَا؟» . قَالُوا: نَعَمْ. فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)