মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৬৪
১৮. প্রথম অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৬৪। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাছ (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে। তিনি তাঁর সন্তানদেরকে এই কথাগুলো শিক্ষা দিতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযের পর এই কথাগুলো দ্বারা আল্লাহর নিকট আশ্রয় চাইতেন। যথাঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট কাপুরুষতা হতে আশ্রয় চাচ্ছি। আমি আপনার নিকট কৃপণতা হতে আশ্রয় চাচ্ছি। আমি আপনার নিকট অক্ষম-অকর্মণ্য বয়স হতে আশ্রয় চাইতেছি এবং আপনার নিকট দুনিয়ার ফেতনা ফাসাদের ঝামেলা হতে আশ্রয় চাচ্ছি।-বুখারী
بَابُ الذِّكْرِ بَعْدَ الصَّلَاةِ
وَعَن سعد أَن كَانَ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ دُبُرَ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْن وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَاب الْقَبْر» . رَوَاهُ البُخَارِيّ
