মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৬৩
১৮. প্রথম অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৬৩। হযরত আব্দুল্লাহ ইবনে যােবায়ের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযের সালাম ফিরিয়ে উচ্চস্বরে বলতেন, আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই। তিনি একক। তাঁর কোন অংশীদার নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্বশক্তিমান। তাঁর সাহায্য ব্যতীত কারো কোন উপায় বা শক্তি নেই। আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই। আমরা তাঁকে ব্যতীত আর কারো ইবাদাত করি না। নিয়ামত তাঁরই, অনুগ্রহ তাঁরই, উত্তম প্রশংসা তাঁরই। আল্লাহ্ ব্যতীত কোন মা'বুদ নেই। ধর্ম একমাত্র তাঁরই জন্য। কাফিররা তা পছন্দ নাই করুক। -মুসলিম
بَابُ الذِّكْرِ بَعْدَ الصَّلَاةِ
وَعَن عبد الله بن الزبير قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ مِنْ صَلَاتِهِ يَقُولُ بِصَوْتِهِ الْأَعْلَى: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّه لَا إِلَه إِلَّا الله لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدّين وَلَو كره الْكَافِرُونَ» . رَوَاهُ مُسلم
