মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬২
- নামাযের অধ্যায়
১৮. প্রথম অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৬২। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ফরজ নামাযের পর পাঠ করতেন, “আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই। তিনি একক। তার কোন শরীক নেই। এই নিখিল বিশ্বের রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সর্বশক্তিমান।” হে আল্লাহ্! আপনি যা দিতে চান তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং আপনি যা প্রতিরোধ করতে চান, তা কেউ দিতে পারে না এবং কোন ধনবানের ধনই আপনার নিকট হতে তাকে বাঁচাতে পারে না। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الذِّكْرِ بَعْدَ الصَّلَاةِ
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْك الْجد»
tahqiqতাহকীক:তাহকীক চলমান