মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০০
১০. প্রথম অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০০। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, নামাযের উত্তম বিষয় হল, কুনূত দীর্ঘ করা। কুনূত শব্দটি দাঁড়িয়ে থাকা এবং সিজদায় থাকা উভয় অর্থে ব্যবহৃত হয়। (আশি'আতুল লুমআত)।
بَابُ صِفَةِ الصَّلَوةِ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّلَاةِ طُولُ الْقُنُوتِ» . رَوَاهُ مُسلم
