মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯৯
১০. প্রথম অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৭৯৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে দাঁড়ানোর সময় তাকবীর বলতেন। তারপর তাকবীর বলতেন রুকূ করবার সময়। অতঃপর বলতেন, সামিআল্লাহু লিমান হামিদাহ । তখন রুকূ হতে পিঠ সোজা করতেন। তারপর দাঁড়িয়ে বলতেন, রাব্বানা লাকাল হামদ। তারপর নীচের দিকে ঝুঁকবার কালে তাকবীর বলতেন। তারপর সিজদায় যাবার সময় তাকবীর বলতেন। তারপর মাথা উঠানোর কালে তাকবীর বলতেন। তিনি সমস্ত নামাযেই এরূপ করতেন যে পর্যন্ত না নামায শেষ করতেন। আর তাকবীর বলতেন যখন তিনি দু' রাকাত শেষে বসার পর দাঁড়াতেন। —বুখারী, মুসলিম
بَابُ صِفَةِ الصَّلَوةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: «رَبَّنَا لَكَ الْحَمْدُ» ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي ثُمَّ يُكَبِّرُ حِينَ يسْجد ثمَّ يكبر حِين يرفع رَأسه يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلَاةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)