মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯৮
১০. প্রথম অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৭৯৮। হযরত সাহাল ইবনে সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, লোকদেরকে বলা হতো যেন তারা নামাযের মধ্যে ডানহাত বাম হাতের উপর রাখে।
بَابُ صِفَةِ الصَّلَوةِ
وَعَن سهل بن سعد قَالَ: كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلَاةِ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)