মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৪
১০. প্রথম অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৭৯৪لأ হযরত নাফে' হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) যখন নামায শুরু করতেন, তাকবীরে তাহরীমা বলতেন এবং দু'হাত উঠাতেন। তারপর যখন রুকুতে যেতেন তখনও দু'হাত উঠাতেন এবং যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন, তখনও দু'’ হাত উঠাতেন। তারপর যখন দু' রাকাত পড়ে দাঁড়াতেন তখনও দু'হাত উঠাতেন এবং ইবনে ওমর (রাযিঃ) এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর নাম করেই বলেছেন। -বুখারী
بَابُ صِفَةِ الصَّلَوةِ
وَعَنْ نَافِعٍ: أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
