মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৫
১০. প্রথম অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৭৯৫। হযরত মালেক ইবনে হয়াইরিছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকবীরে তাহরীমা বলতেন, দু'হাত উঠাতেন। এতে তিনি উভয় হাত কান বরাবর তুলতেন এবং যখন রুকূ হতে মাথা উঠাতেন এবং সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন তখনও এরূপ করতেন। অপর এক বর্ণনায় আছে, এমন কি দু' হাত দু’ কানের লতি বরাবর তুলতেন। -বুখারী, মুসলিম
بَابُ صِفَةِ الصَّلَوةِ
وَعَن مَالك بن الْحُوَيْرِث قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَعَلَ مِثْلَ ذَلِك. وَفِي رِوَايَة: حَتَّى يُحَاذِي بهما فروع أُذُنَيْهِ
