মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭৬
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৬। হযরত আবু জুহাইম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, নামাযীর সম্মুখ দিয়ে যাতায়াতকারী যদি জানত এতে কতবড় গুনাহ হয়, তা হলে সে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো নামাযীর সম্মুখ দিয়ে যাতায়াত করা হতে।
বর্ণনাকারী আবু নযর বলেন, আমি সঠিক জানি না যে, আবু জুহাইম চল্লিশ দিন বলেছেন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন। —বুখারী, মুসলিম
بَابُ السُّتْرَةِ
وَعَن أبي جهيم قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ» . قَالَ أَبُو النَّضر: لَا أَدْرِي قَالَ: «أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَو سنة»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)