মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭৫
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৫। হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ তার সামনে হাওদার পিছনের কাঠের ন্যায় কোন কিছু রেখে তার দিকে ফিরে নামায পড়বে আর তার সামনে দিয়ে লোকজন যাতায়াত করবে তখন কোনকিছুর পরওয়া করবে না। -মুসলিম
بَابُ السُّتْرَةِ
وَعَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِذا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤْخِرَةِ الرَّحْلِ فَليصل وَلَا يبال من مر وَرَاء ذَلِك» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)