মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৪
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৪। নাফে' হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণনা করেছেন যে, নবী পাক (ﷺ) খোলা ময়দানে নামায পড়ার সময় তাঁর বাহনকে আড়াআড়িভাবে সামনে রেখে দিতেন। তারপর তার দিকে ফিরে নামায পড়তেন। -বুখারী, মুসলিম
কিন্তু বুখারীর রেওয়ায়াতে রয়েছে যে, নাফে' বলেছেন যে, আমি হযরত ইবনে ওমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, উট মাঠে ঘাস খেতে চলে গেলে তখন তিনি কি ব্যবস্থা গ্রহণ করতেন? তিনি বললেন, তখন তিনি উটের হাওদা এনে সোজা করে সামনে রাখতেন। তারপর তারা পিছনের কাঠির দিকে মুখ করে নামায পড়তেন।
কিন্তু বুখারীর রেওয়ায়াতে রয়েছে যে, নাফে' বলেছেন যে, আমি হযরত ইবনে ওমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, উট মাঠে ঘাস খেতে চলে গেলে তখন তিনি কি ব্যবস্থা গ্রহণ করতেন? তিনি বললেন, তখন তিনি উটের হাওদা এনে সোজা করে সামনে রাখতেন। তারপর তারা পিছনের কাঠির দিকে মুখ করে নামায পড়তেন।
بَابُ السُّتْرَةِ
وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيصَلي إِلَيْهَا. وَزَادَ الْبُخَارِيُّ قُلْتُ: أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ. قَالَ: كَانَ يَأْخُذُ الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخرته
