মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭৭
- নামাযের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৭। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কেউ কোন বস্তুকে মানুষ হতে অন্তরায়রূপে দাঁড় করিয়ে নামায পড়তে থাকে, আর কেউ সেই অন্তরালের মধ্য দিয়ে গমন করতে চায়, তখন সে যেন তাকে বাধাদান করে। যদি সে বাধা না মানতে চায়, তবে সে যেন তার সাথে সংঘর্ষে মত্ত হয়। কেননা ঐরূপ গমনকারী ব্যক্তি মানুষরূপী শয়তান। —এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমও এই মর্মে বর্ণনা করেছেন।
كتاب الصلاة
بَابُ السُّتْرَةِ
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ» . هَذَا لَفْظُ الْبُخَارِيِّ وَلمُسلم مَعْنَاهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)