মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৯
৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৯। তিরমিযী ইবনে আব্বাস (রাযিঃ) এবং ইবনে ওমর (রাযিঃ) হতে মুআল্লাকরূপে রেওয়ায়াত করেছেন।
وَرَوَاهُ التِّرْمِذِيّ عَن ابْن عَبَّاس وَابْن عمر تَعْلِيقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৩৯ | মুসলিম বাংলা