মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৮। ইমাম মালেকের নিকট ছহীহ্ সূত্রে পৌঁছেছে যে, হযরত আলী (রাযিঃ) এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বলতেন, উসতা নামায হল ফজরের নামায। মুআত্তা'
وَعَن مَالك بَلَغَهُ أَنَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ كَانَا يَقُولَانِ: الصَّلَاةُ الْوُسْطَى صَلَاة الصُّبْح. رَوَاهُ فِي الْمُوَطَّأ
