মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৭
৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৭। হযরত যায়েদ ইবনে ছাবেত (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যোহরের নামায মধ্যাহ্নের পর পরই আদায় করতেন। তিনি এমন কোন নামায আদায় করতেন না, যা রাসূলে পাক (ﷺ)-এর সাহাবীদের জন্য তদপেক্ষা বেশী কষ্টকর ছিল। তখন কুরআনে পাকে নাযিল হল, যার অর্থ এইঃ “নামাযসমূহের হেফাজাত কর। বিশেষতঃ উসতা নামাযের।” (সূরা বাকারাঃ ২৩৮) যায়েদ (রাযিঃ) বলেন, এর পূর্বেও দু'টো নামায রয়েছে, (যথাঃ এশা ও ফজর) এবং পরেও দু'টো নামায রয়েছে (যথাঃ আছর ও মাগরিব) –আহমদ, আবু দাউদ
وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ وَلَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً أَشَدَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا فَنَزَلَتْ (حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى)
وَقَالَ إِنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ وَبَعْدَهَا صَلَاتَيْنِ. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
وَقَالَ إِنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ وَبَعْدَهَا صَلَاتَيْنِ. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
