মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৬
৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৬। হযরত যায়েদ ইবনে ছাবেত (রাযিঃ) এবং হযরত আয়েশা (রাযিঃ) বলেছেন যে, মধ্যম নামায হল যোহরের নামায। -মালিক
عَن زيد بن ثَابت وَعَائِشَة قَالَا: الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الظُّهْرِ رَوَاهُ مَالِكٌ عَن زيد وَالتِّرْمِذِيّ عَنْهُمَا تَعْلِيقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান